প্রকাশিত: Wed, Feb 15, 2023 4:17 PM
আপডেট: Tue, Apr 29, 2025 11:28 PM

হজযাত্রীদের ন্যূনতম বয়সসীমা অন্তত ১২ বছর

মাজহারুল ইসলাম : চলতি বছর হজযাত্রীদের ন্যূনতম বয়সসীমার বিষয়টি চূড়ান্ত করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। এবার হজের ভিসা পেতে যাত্রীর বয়স অন্তত ১২ বছর হতে হবে। গালফ নিউজ

হজ পালনে সর্বোচ্চ বয়সের সীমারেখা তুলে দিলেও চলতি বছর ১২ বছরের কম বয়সীদের জন্য হজের নিবন্ধন হবে না বলে জানিয়েছে সৌদি ওমরাহ্ ও হজ মন্ত্রণালয়। অর্থাৎ ১২ বছরের কম কেউ ভিসার জন্য আবেদন করলে তা গৃহীত হবে না।

প্রতিবছর পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার দুই থেকে তিন মাস আগে থেকেই প্রাথমিক কার্যক্রম শুরু হয়। তবে এবার সৌদি আরবের পরিকল্পনা ভিন্ন। সৌদি সরকার এ বছর অভ্যন্তরীণ ও বিদেশি মুসল্লিদের জন্য হজের প্রাক কার্যক্রম শুরু করেছে বছরের প্রথম মাস থেকেই।

সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি মুসল্লিদের জন্য কোনো বিধিনিষেধ না থাকায় এ বছর বিপুল সংখ্যক মুসল্লির হজে অংশ নেওয়ার বিষয়ে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।